জাতীয় রাজনীতি রাজনীতি সারাদেশ

দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৫ সভাপতি সরদার জাহিদ, সাধারণ সম্পাদক তৌহিদুল

উজ্জ্বল কুমার দাস ,বাগেরহাট জেলা প্রতিনিধি।।
নতুন নেতৃত্বে সরদার জাহিদ সভাপতি,সাধারণ সম্পাদক শেখ তৌহিদুল ও সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর ও হুমায়ুন কবির নির্বাচিত হয়েছে।
২৬ জুলাই কচুয়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হয়। দীর্ঘ দেড়যুগ পরে কচুয়া উপজেলা বিএনপির বহুল প্রতীক্ষিত দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৫ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। বিপুল নেতাকর্মীর অংশগ্রহণ এবং প্রাণবন্ত নির্বাচনী আমেজে এই সম্মেলন পরিণত হয় একটি জনসম্পৃক্ত রাজনৈতিক মিলনমেলায়। সম্মেলনকে ঘিরে গোটা উপজেলায় ছড়িয়ে পড়ে প্রাণের উচ্ছ্বাস। সর্বত্র ছিল জাতীয়তাবাদী দলীয় কর্মীদের পদচারণা, আর নেতাকর্মীদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। এতে পরিষ্কারভাবে ফুটে উঠেছে সংগঠনের প্রতি তাদের গভীর ভালোবাসা এবং পরিবর্তনের প্রত্যাশা।
নির্বাচনী প্রাপ্ত ফলাফল অনুযায়ী ৩৪৮ ভোট পেয়ে সরদার জাহিদ চেয়ার প্রতীক নিয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্ধী প্রার্থী হাজরা আসাদুল ইসলাম পান্না ছাতা প্রতীক নিয়ে পেয়েছেন ১৪১ ভোট।
সাধারণ সম্পাদক পদে ৩০৩ ভোট পেয়ে শেখ তৌহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সরদার শাহনেওয়াজ পেয়েছেন ১৭৮ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে ২৮০ ভোট পেয়ে টিউবওয়েল প্রতীক নিয়ে শেখ জাহাঙ্গীর হোসেন প্রথম অবস্থানে রয়েছে। অন্যদিকে হুমায়ুন কবির মোরগ প্রতীকে ১৮৩ ভোট পেয়ে ২য় অবস্থানে রয়েছে।
এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে মোঃ মহিদুল ইসলাম নকীব মাছ প্রতীকে পেয়েছে ১৬৩ ভোট,মোঃ নুরুল ইসলাম সিকদার তালা প্রতীকে পেয়েছেন ৭৮ ভোট,মুহাম্মদ আব্দুস সালেক শেখ সাইকেল প্রতীকে পেয়েছেন ৮৪ ভোট।
বিজয়ী ফলাফল ঘোষণার পরপর, নবনির্বাচিত সভাপতি সরদার জাহিদ বলেন, এই বিজয় শুধু আমার নয় এটি কচুয়া বিএনপির প্রতিটি তৃণমূল নেতাকর্মীর বিজয়। আমি অঙ্গীকার করছি চাঁদাবাজ ও সন্ত্রাস মুক্ত একটি সুসংগঠিত বিএনপি গড়তে কাজ করবো ইনশাআল্লাহ। এটি আমাদের নিজেদের দলের মধ্যে নির্বাচন তাই একে অপরের সাথে কাদা ছোড়াছুড়ি না করে সবাইকে নিয়ে আবারও একসাথে বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করব। একই সাথে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,