Uncategorized সারাদেশ

প্রেসক্লাব চৌগাছার নির্বাচন আগামী ২৬ জুলাই

স্টাফ রিপোর্টার – মেহেদী হাসান শিপলু – চৌগাছা (যশোর)

প্রেসক্লাব চৌগাছার নির্বাচন আগামী ২৬ জুলাই নির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত

প্রেসক্লাব চৌগাছার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে যশোর সড়কে ক্লাব কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব চৌগাছার আহবায়ক প্রকাশক ও সম্পাদক অধ্যক্ষ শিহাব উদ্দিনের সভাপতিত্বে সভায় আলোচনা করেন সদস্য সচিব মুমুরুল ইসলাম মিন্টু, আহবায়ক কমিটির সদস্য প্রভাষক আসিফ ইকবাল রকি, ইঞ্জিনিয়ার রাজু আহমেদ, ইমাম হোসেন সাগর, ফারুক আহমেদ, টিপু সুলতান, সিনিয়র সাংবাদিক খলিলুর রহমান জুয়েল, সুজন দেওয়ান,শওকত আলী, মেহেদী হাসান শিপলু, নুরুল ইসলাম, সুমন হোসেন প্রমুখ।
সভায় আগামী ২৬ জুলাই ২০২৫ রোজ শনিবার প্রেসক্লাব চৌগাছার দ্বি-বার্ষিক নির্বাচনের দিনধার্য্য করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, ২৮ জুন হতে ৩০ জুন ক্লাব কার্যালয় হতে সদস্য নবায়ন ফরম সংগ্রহ। ১ জুলাই হতে ৫ জুলাই নবায়ন ফরম জমা, ৬ থেকে ৮ জুলাই যাচাই বাছাই। কোন কারনে সদস্য বাদ পড়লে সে আপিল করতে পারবেন এবং আপিল শুনানির দিন ৯ ও ১০ জুলাই, চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ওই দিন অর্থাৎ ১০ জুলাই।
নির্বচানের মোট চারটি পদে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। পদগুলো হলো সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক ও কোষাধ্যাক্ষ। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জন্য ফরম বিতারণ ১১ জুলাই ১৩ জুলাই এবং জমাদের তারিখ ১৪ ও ১৫ জুলাই, ১৬ জুলাই যাচাই বাছাই শেষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ এবং ভোট গ্রহন ২৬ জুলাই শনিবার।
সদস্য নবায়ন ফরম যাচাই বাছাইয়ের জন্য ৫ সদস্যের একটি আহবায়ক কমিটি এবং ভোট গ্রহনের জন্য ৩ সদস্যের একটি নির্বাচন পরিচালনা কমিটি (নির্বাচন কমিশন) গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,