সারাদেশ

বাংলা ভাষার ভবিষ্যৎ প্রযুক্তি ও সাহিত্য শীর্ষক বীক্ষণ আসর 

রফিকুল ইসলাম মানিক : জাগাইছে জনে জনে প্রজ্ঞা স্পন্দন শ্লোগানে মুখরিত ময়মনসিংহ সাহিত্য সংসদ আয়োজিত পাঠচক্র প্রকল্প বীক্ষণ আসর ২১৩৮ তম পর্ব শুক্রবার সকালে চেতনা সংসদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। আসরের আলোচ্য বিষয় বাংলা ভাষার ভবিষ্যৎ প্রযুক্তি ও সাহিত্য।
সভাপতিত্ব করেন লেখক গবেষক সোহেল মাজহার, আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা বিমল পাল, কবি ও ছড়াকার তাছাদ্দুক হোসেন, কবি আলম মাহবুব,কবি নাজমা মমতাজ,  গবেষক অহিদ রহমান, কবি রোকনুজ্জামান জুয়েল, কবি স্বচ্ছ দে।  সঞ্চালনায় জুবায়েদ ইবনে সাঈদ, আহবায়ক, বীক্ষণ।
দ্বিতীয় পর্বে উপস্থিত কবি বৃন্দ  স্বরচিত পাঠ করেন।
উপস্থিত ছিলেন কবি ইয়াজদানী কোরায়শী কাজল, কবি আব্দুল কাদের চৌধুরী মুন্না, কবি ডেভিড অলক মণ্ডল, কবি সরকার জসীম, কবি আহমদ শাহাবুদ্দিন, কবি জামাল উদ্দীন জামান,বাচিকশিল্পী স্বর্ণা চাকলাদার, কবি সুষ্মিতা সরকার স্নেহা, কবি সানজিদা শাওন, কবি নুরুন্নাহার রোজী, কবি আনোয়ারুল হাকিম পল্লব, বাচিকশিল্পী ঋতু ভট্টাচার্য্য, কবি বিউটি দাস, নাকিব আলী, শাহাদাৎ নূর, সংবাদকর্মী নবী হোসেন লাদেন প্রমুখ।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,