সারাদেশ

বাউফলে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে পাঁচজন গ্রেপ্তার

 

আসাদুল্লাহ হাসান মুসা,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ- পটুয়াখালীর বাউফলে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতের বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন।

 

তিনি জানান, চলমান বিশেষ অভিযানের আওতায় বাউফলের বিভিন্ন এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হয়। এতে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা আগের একাধিক মামলার আসামি।

 

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— পৌর শহরের আবুল হোসেনের ছেলে মো. রিয়াজ হাওলাদার (৩৮), নাজিরপুর ইউনিয়নের আ. মতলেব মৃধার ছেলে আ: ছালাম (৫২), সূর্য্যমনি ইউনিয়নের সেকান্দার আলীর ছেলে মো. জহিরুল ইসলাম (৩৫), কালিশুরি ইউনিয়নের মো. সফিজ উদ্দিনের ছেলে মো. সোহাগ মৃধা (৩০) এবং একই ইউনিয়নের নবাব হোসেন সিকদারের ছেলে মো. বজলু শিকদার (৫০)।

 

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ২৫ সালের ১৩ জানুয়ারি দায়ের করা বিস্ফোরক মামলার (নম্বর-৯) অভিযোগ রয়েছে। ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৩/৬ ধারায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রেপ্তারের পর তাদের আদালতে হাজির করা হলে বিচারক পটুয়াখালী জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

বাউফল থানার ওসি আরও জানান, অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি নিশ্চিত করতে পুলিশ কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,