বানারীপাড়ায় (এসইডিপি)’র পুরস্কার বিতরনী অনুষ্ঠিত।

মোঘল সুমন শাফকাত, বানারীপাড়া।
বানারীপাড়ায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারী ইন্সটিটিউশনস স্কিম,(এসইডিপি)’র পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুলাই মঙ্গলবার বিকেল ৩টায় উপজেলা অডিটোরিয়ামে জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে,মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা দিপিকা রানী সেন’র সঞ্চলনায় মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার জয়শ্রী করের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বায়েজিদুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ ফকরুল ইসলাম মৃধা, ওসি তদন্ত শতদল মজুমদার,বরিশাল শিক্ষা অফিসের মিটুল মন্ডল, প্রেসক্লাব সভাপতি ইলিয়াস শেখ,সাধারন সম্পাদক মোঘল সুমন শাফকাত (শুভ), সাংবাদিক জাকির হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।