রায়পুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ভাই-বোন গুরুতর আহত
মাহমুদ সানি, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:লক্ষ্মীপুরের রায়পুর বাসস্ট্যান্ড এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ভাই-বোন গুরুতর আহত হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমীর অষ্টম শ্রেণীর ছাত্রী মায়মুনা আক্তার মিম (১৪) এবং তার ছোট ভাই, একই বিদ্যালয়ের প্রাথমিক শাখার প্রথম শ্রেণীর ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে তারা অটোরিকশায় করে বাজারের দিকে আসছিল। এ সময় বাসস্ট্যান্ড এলাকায় একটি ট্রাকচালক হঠাৎ দরজা খুলে দেন। এতে দরজাটি অটোরিকশায় আঘাত করলে মিম ও তার ছোট ভাই গুরুতর আহত হয়। তার ছোট ভাইয়ের মুখ থেঁতলে যায়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে মিমকে ভর্তি রাখা হলেও তার ছোট ভাইকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয়রা অভিযোগ করেন, ট্রাকচালকের অসাবধানতার কারণে এ দুর্ঘটনা ঘটে। তবে পুলিশ ঘটনাটি তদন্ত করছে।




