রায়পুরে শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন মহিউদ্দিন আহমেদ

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুর সার্কেলের জুলাই ২০২৫ মাসের সামগ্রিক কর্মমূল্যায়নে শ্রেষ্ঠ উপপরিদর্শক (এসআই) হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব মহিউদ্দিন আহমেদ, এসআই (নিঃ), রায়পুর থানা।
মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতকরণে তাঁর অসাধারণ ভূমিকা, দায়িত্বশীলতা ও কর্মনিষ্ঠার স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়।
পুরস্কার প্রদান করেন রায়পুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোঃ জামিলুল হক, পিপিএম।
এসময় উপস্থিত ছিলেন রায়পুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল মান্নান, যিনি এসআই মহিউদ্দিন আহমেদের কর্মতৎপরতার প্রশংসা করে বলেন,
“রায়পুর থানা মাদক ও অপরাধমুক্ত করতে তাঁর অবদান সত্যিই প্রশংসনীয়।”
এএসপি মোঃ জামিলুল হক, পিপিএম বলেন,
“এসআই মহিউদ্দিন আহমেদ সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। বিশেষ করে মাদকবিরোধী অভিযানে তাঁর সাফল্য অনুকরণীয়।”