সারাদেশ

শ্যামনগরে ভ্যানে চাদর আটকিয়ে এক বৃদ্ধের মৃত্যু

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মোটরভ্যানের চাকার সাথে গলায় চাদর আটকিয়ে এক বৃদ্ধের মুত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে বংশীপুর-ভেটখালী সড়কে পাতড়াখোলা নামক স্থানে মসজিদের পাশে।

মৃত ব্যক্তির নাম আব্দুর রশিদ গাজী(৭০)। শ্যামনগর উপজেলার রমজানগর ইউপির চাঁদখালী গ্রামের মৃত বেলায়েত গাজীর পুত্র তিনি।

প্রত্যক্ষদর্শী সুত্রে প্রকাশ আব্দুর রশিদ গাজী ও তার স্ত্রী খুলনা থেকে ফিরে বংশীপুর বাস থেকে নেমে মোটরভ্যান যোগে বাড়ী যাওয়ার পথে পাতড়াখোলা নামকস্থানে ভ্যানের চাকার সাথে তার গায়ে পরনে চাদর ও মাথায় জড়ানো মামলার আটকিয়ে যায় পর গলা থেকে মাথা দ্বিখন্ডিত হয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পর এ দৃশ্য দেখে তার বৃদ্ধা স্ত্রী জ্ঞান হারিয়ে ফেলেন ও ভ্যান চালক ভ্যান রেখে পালিয়ে যান। স্থানীয়রা এসে তার স্ত্রীকে উদ্ধার করেন।

স্থানীয়রা শ্যামনগর থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,