সারাদেশ

হাটহাজারীতে জশনে জুলুছ উদযাপিত

হাটহাজারী প্রতিনিধি:
উপজেলার ফতেপুর ইসলামিয়াহাটস্থ মকবুলীয়া আহমদিয়া আমেরীয়া দরবার শরীফের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে জশনে জুলুছ উদযাপিত হয়েছে। সোমবার(১সেপ্টেম্বর) দরবারের সাজ্জাদানশীন নুরুল আজম শাহ’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, ইসলামিয়াহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আল্লামা ইদ্রিছ আনছারী। মাজার প্রাঙ্গণ থেকে জুলুছ শুরু হয়ে ফতেপুর গাজিপাড়া, সানাউল্লাহ পাড়া হয়ে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কস্থ মদনহাট, ইসলামিয়াহাট, বাদামতল হয়ে পুনরায় মাজার প্রাঙ্গণে মিলাদ-কিয়াম, দোয়া মোনাজাত ও তবারুক বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত হয়। মিলাদ কিয়াম করেন দরবারের এতিমখানা ও হেফজখানার শিক্ষক হাফেজ মোঃ জয়নাল। দোয়া মোনাজাত পরিচালনা করেন সভাপতি নুরুল আজম শাহ। এসময় ইসলামী ফ্রন্টের ফতেপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ সেকান্দর, হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ বোরহান উদ্দিন, উত্তর জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সহ সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ জামসেদ, মাওলানা মোস্তফা জামাল, শফিউল আজম শাহ, ওয়াহিদুল আলম রিয়াদ, মোঃ সাহাবুদ্দীন, মোঃ জাকির হোসেন, মোঃ ইমন, মোঃ গিয়াস উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,