আমবাগ প্রিমিয়ার লীগ সিজন-২ এর উদ্বোধনী ম্যাচ আগামী ৭ই নভেম্বর
আমবাগে শুরু হতে যাচ্ছে লাখ টাকার টুর্নামেন্ট “আমবাগ প্রিমিয়ার লীগ (APL) সিজন–২”। আগামী ৭ই নভেম্বর (বৃহস্পতিবার) দুপুর ২টা ৩০ মিনিটে আমবাগ মাঠে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ উদ্বোধনী ম্যাচ।
উদ্ভোধনী খেলায় মুখোমুখি হতে যাচ্ছে সিজন-১ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন অলস্টার ও দূরন্ত স্পোর্টিং ক্লাব। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে থাকবে জনাব মো: কামরুল ইসলাম, আহ্বায়ক সদস্য কোনাবাড়ি মেট্রো থানা যুবদল,সভাপতি,১০ নং ওয়ার্ড যুবদল।
আমবাগ প্রিমিয়ার লীগ সিজন-২ টুর্নামেন্টের আহ্বায়ক আরিফ হোসেন জয় জানান সিজন-১ টুর্নামেন্ট যেমন জাকজমক ও জনপ্রিয়তা অর্জন করেছিলো,সিজন-২ আরো বেশি জমজমাট ও জনপ্রিয়তা লাভ করবে বলে আশাকরি।
আমাদের সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে,ইনশাআল্লাহ আমবাগবাসী কে আরো একটি সফল টুর্নামেন্ট আমরা উপহার দিতে যাচ্ছি।সকলের সহযোগিতা ও ভালোবাসা কাম্য।উদ্বোধনী ম্যাচকে কেন্দ্র করে আমবাগ এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয় ক্রীড়াপ্রেমীরা মুখিয়ে আছেন প্রিয় দলগুলোর খেলা উপভোগ করতে।

