ইবিতে একাউন্টিং ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি:
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে একাউন্টিং ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও প্রবীণ সদস্যদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদ ভবনের ২০২ নং কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে তারা।
সংগঠনটির সভাপতি সাগর আহমেদ শিবলু এর সভাপতিত্বে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সভাপতি এবং ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. আব্দুস সবুর, অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. আব্দুস শাহীদ মিয়া, অধ্যাপক ড. জাকির হোসেন ও সহকারী অধ্যাপক নাজমুল হুদা উপস্থিত ছিলেন। এ ছাড়াও সংগঠনটির সাবেক সভাপতি ফাইমুন নোমান, সাধারণ সম্পাদক ইমরান হাসিব ও বর্তমান সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদ এবং বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদ ও সহ-সভাপতি নাজিয়া তাসনিম তুলী। অনুষ্ঠানে বিদায়ী সদস্যদের ক্রেস ও সার্টিফিকেট প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুস সবুর বলেন, “ অ্যাকাউন্টিং ক্লাবের এ প্রোগ্রামের মাধ্যমে প্রবীণদের বিদায় এবং নবীনদের অভিনন্দন জানাই। প্রবীনদের পরিশ্রমের ফলে আমাদের ক্লাব এতদূর এসেছে। নতুন শিক্ষার্থীরা অ্যাকাউন্টিং ক্লাবের সাথে যুক্ত হবে। তোমরা এ ক্লাবকে এগিয়ে নিতে কাজ করবে। আমাদের এ ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি, অ্যাকাউন্টিং পেশার জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন, ব্যবহারিক অভিজ্ঞতা অর্জন, অ্যাকাউন্টিং পেশার চ্যালেজ্ঞ ও সুযোগ সম্পর্কে জানতে পারবে। যা তোমাদের ভবিষ্যতে ভালো ক্যারিয়ার গড়তে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করছি।
এসময় সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, এই ক্লাবের উদ্দেশ্য সমাজসেবামূলক কাজ করা। প্রাকৃতিক দুর্যোগে সহায়তা করা। বিভাগে অনেক অসচ্ছল শিক্ষার্থী আছে। তাদের খুঁজে বের করে সহায়তা করা ক্লাবের কাজ। যারা কাজ করে তারা সব জায়গায় কাজ করে, আর যারা কাজ করে না তারা সব জায়গায় ঘুমায়। তাই বিভাগের সকলকে এই ক্লাবের জন্য কাজ করতে এগিয়ে আসতে হবে।
একাউন্টিং ক্লাবের সভাপতি সাগর আহমেদ শিবলু ২০২৫-২৬ অর্থ বছরের কার্যক্রম ঘোষণা করেন এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে একাউন্টিং ক্লাব। যেমন কেউ অসুস্থ হলে ফান্ড কালেকশন করা, শিক্ষার্থীদের পেশাগত প্রস্তুতির জন্য ক্যারিয়ার সচেতনতা প্রোগ্রাের আয়োজন, এছাড়াও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সহায্যের হাত বাড়িয়ে দেয় এই ক্লাব। ইনশাআল্লাহ আমরা আগামীতে একাউন্টটিং ক্লাবকে ইবির প্রথম ক্লাব হিসেবে গড়ে তুলবো এবং ক্লাবের সদস্যদের সকল প্রত্যাশা পূরন করতে পারবো।
পরবর্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।