ইবিতে দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ, প্রবীণদের বিদায় ও চড়ুইভাতি অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মীর মুগ্ধ সরোবরে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।
অনুষ্ঠানে দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি পংকজ রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহা. শোয়াইব বিন আছাদের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. ফিরোজ আল মামুন, পরিসংখ্যান বিভাগের প্রভাষক সিলভিয়া খানম, চারুকলা বিভাগের প্রভাষক অনিন্দিতা হাবিব এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুল মালেক মিয়া। এছাড়াও জেলার নবীন, প্রবীণ ও বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং প্রবীণ শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের অন্তিম পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এ সময় সহকারী অধ্যাপক মো. ফিরোজ আল মামুন নবীনদের উদ্দেশে বলেন, শুরু থেকেই ভালোভাবে পড়াশোনা করতে হবে। একাডেমিক রেজাল্ট ভালো করতে হবে। এতে পরবর্তীতে কর্মজীবনে ভালো করার অনুপ্রেরণা পাবে। তোমরা জেলা কল্যাণ সমিতির সঙ্গে যুক্ত থেকে একে অপরের সহযোগিতায় এগিয়ে আসবে। সহযোগিতা ও সহমর্মিতা শেখার একটি অন্যতম মাধ্যম এই সংগঠন। আমরা সবাই মিলে একটি পরিবার। তোমরা যারা আজ বিদায় নিচ্ছ, তোমাদের পরবর্তী জীবনের জন্য অনেক শুভকামনা ও দোয়া থাকবে। তোমরা দেশ ও জাতির ভবিষ্যৎ কর্ণধার।
সংগঠনটির সভাপতি পংকজ রায় বলেন, দিনাজপুর জেলা সমিতি আমার পরিবার। নবীন সদস্যদের এই পরিবারে স্বাগতম। পড়াশোনার পাশাপাশি তোমরা নিজেদের দক্ষতা উন্নয়নে ক্যাম্পাসের বিভিন্ন সংগঠনে যুক্ত হতে পারো। বাবা-মা যে উদ্দেশ্য নিয়ে তোমাদের বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছেন, সেই স্বপ্ন পূরণে চেষ্টা করবে। মাদক থেকে দূরে থাকতে হবে, কারণ মাদক তোমাদের সুন্দর স্বপ্নকে নষ্ট করে দিতে পারে। আজ আমরা যারা বিদায় নিচ্ছি, আমাদের জন্য দোয়া রাখবে। জেলা কল্যাণ সমিতির সঙ্গে থেকে একে অপরের প্রতি ভ্রাতৃত্ববোধ বজায় রাখবে—এই আশা করছি। আমাদের সকলের সহযোগিতায় দিনাজপুর জেলা কল্যাণ সমিতি শিক্ষার্থীদের কল্যাণে কার্যকর ভূমিকা পালন করবে।




