সারাদেশ

ঈদের অবকাশে বেরোবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ 

বেরোবি প্রতিনিধি:
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ঈদুল ফিতরের বন্ধসহ অন্যান্য বন্ধে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরন ও শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষে   বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (২৫ শে মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.মো:ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব  জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর- এর সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৭ মার্চ ২০২৫ তারিখ থেকে ০৫ এপ্রিল ২০২৫ তারিখ পর্যন্ত ‘জুমাতুল বিদা’, ‘শব-ই-কদর’ ও ‘ঈদ-উল-ফিতর’ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ থাকাকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা হলো। উক্ত সময়ে বেরোবির সকল শিক্ষার্থীকে স্টুডেন্ট আই.ডি কার্ড সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশের জন্য বলা হলো। এ বিষয়ে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করার আহ্বান করছি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং