জাতীয় সারাদেশ

কচুয়ায় মোবাইল কোর্টের অভিযানে ৪ প্রতিষ্ঠানে জরিমানা

উজ্জ্বল কুমার দাস ,বাগেরহাট জেলা প্রতিনিধি।।  
বাগেরহাটের কচুয়ায় মোবাইল কোর্টের অভিযানে ৪ প্রতিষ্ঠানে ১ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা  জরিমানা করা হয়েছে।
১৯ আগষ্ট (মঙ্গলবার) দুপুরে কচুয়া বাজারে খাদ্য পন্যের দোকানে অভিযান চালিয়ে ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসান মোবাইল কোড পরিচালনার নেতৃত্ব দেন।
মোবাইল কোর্ট পরিচালনাকালে দেখা যায় যে, সেভেন স্টার হোটেল এন্ড গাজী মিষ্টান্ন ভান্ডর,প্রো: মো: মোস্তফা  গাজী, কাজী মিষ্টান্ন ভান্ডার : প্রো : কাজী আরিফ, আগমন হোটেল এন্ড রেস্টুরেন্ট, ম্যানেজার: রেজা সাথি, শ্রীগুরু সুইটস,  প্রো: শ্রীবাস কুন্ডুকে পণ্য সামগ্রী মোড়কীকরণের নিবন্ধন সনদ ব্যতীত মিষ্টান্ন জাতীয় খাদ্যদ্রব্য যেমন: দই,রসগোল্লা,চমচম, সন্দেশ সংরক্ষণসহ মোড়কীকরণ করছে। প্রতিষ্ঠান গুলোয় মোড়কীকরণের নিবন্ধন সনদ না থাকায় তাদের প্রত্যেককে ১০০০/- টাকা করে সর্বমোট ৪০০০/- টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসান বলেন, জনস্বার্থে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,