জাতীয় সারাদেশ

কচুয়ার মানবিক ইউএনও’র বিদায় দেবহাটার জন্য আশীর্বাদ

বাগেরহাট জেলা প্রতিনিধি।। 

কচুয়া উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদকে কচুয়া থেকে বদলি করা হয়েছে সাতক্ষীরার দেবহাটা উপজেলায়। তিনি তার কাজের মাধ্যমে অল্প দিনেই কচুয়ার সাধারণ মানুষের কাছে হয়ে উঠেছিলেন মানবিক ইউএনও।

ফেসবুকে দেওয়া কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাসের আবেগঘন স্ট্যাটাস এর মধ্যে তার মানবিক বিষয়গুলো ফুটে উঠেছে। পাঠকদের উদ্দেশ্যে স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো।

আপনি আমাদের মাঝে থাকবেন না এটি ভাবতেই কষ্ট লাগে। তারপর ও হঠাৎ করে যখন শুনলাম আপনার বদলি আদেশ এসেছে বিশ্বাস হচ্ছিল না। আপনার দপ্তরের মাধ্যমে যখন নিশ্চিত হলাম কষ্টটা ঠিক তখন শুরু হল। বুকের মাঝে অনুভব হলো চিনচিন ব্যথা। অনুন্নত অবহেলিত কচুয়াকে যখন উন্নয়নের স্বপ্ন দেখাতে শুরু করলেন, তৃণমূলের মানুষের মাঝে যখন হয়ে উঠলেন আস্তা ও ভরসার এক মূর্তিমান প্রতীক। আশার আলোক ছ’টায় যখন কচুয়া আলোকিত হচ্ছিল। আপনার বিদায় সংবাদে হঠাৎ করেই যেন সবকিছু মিলিয়ে গেল নিঃশব্দে নীরবে।
আপনার শুভ আগমনে বদলে গিয়েছিল ভৈরব ও বলেশ্বর এর প্রবাহমান ধারা। অবহেলিত এই জনপদে ফিরে এসেছিল সুষ্ঠ সাংস্কৃতিক বিনোদন চর্চা। আইনের উর্ধ্বে উঠে আবেগ স্পর্শী ভালোবাসা দিয়ে তৈরি করেছিলেন টিম কচুয়া। পূর্ব আকাশে লাল টুকটুকে সূর্যের সাথে সবুজের বুকে উড়তে শুরু করেছিল পাখিরাও ডানা মেলে। যেখানে গহীন রাতের আধারে দরিদ্র অসহায় ছিন্নমূল মানুষ পেত আশার আলো। প্রকৃতি সাজতে শুরু করেছিল নব উদ্যামে, নতুন চিন্তায় আগামীর ভবিষ্যৎ জন্ম নিতো বিশুদ্ধ বাতাসে। সামান্য অল্প ক’দিনের পদচারণায় আপনি সুধীজন ও ইতিবাচক চিন্তার মানুষদের কাছে হয়ে উঠেছিলেন ডায়নামিক হিরো। গড়ে তুলেছিলেন অসাম্প্রদায়িক চেতনা। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামনে আনতে জুগিয়েছেন অনুপ্রেরণা। হঠাৎ করে আপনার চলে যাওয়ায় সংবাদে সব কিছুতে যেন ছন্দপতন।
জানিনা কচুয়ার মানুষকে সাথে নিয়ে আপনার তৈরি করা স্বপ্ন আমরা পূরণ করতে পারব কিনা। কচুয়ার মানুষের মৃদু অভিমান, চাপা উত্তেজনা নিরসনে আপনি ছিলেন ম্যাজিসিয়ান। তেমনি করে চলার পথে আপনার সাথে আমাদের যে ভুল ত্রুটিগুলো ছিল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রতিদিনের মতো প্রার্থনা করবেন ভালো থাকুক শান্ত সবুজ কচুয়া। আমরা কচুয়াবাসী অপেক্ষায় থাকবো আবারও কচুয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ফিরে আসুক…. কে এম আবু নওশাদ।
আপনার পরবর্তী পথ চলা শুভ হোক। কচুয়া থেকে মানবিক ইউএনওকে বিদায় দিলেও দেবহাটা-সাতক্ষীরার মানুষ ও জনপদের জন্য আপনি হচ্ছেন আশীর্বাদ।

ইতিমধ্যে তার বদলির খবরে অনেকেই মর্মাহত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে তার মানবিক কাজগুলোকে উল্লেখ করে তার বিদায়ে দুঃখ প্রকাশ করছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,