Uncategorized

কলমাকান্দায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন

(নেত্রকােনা) প্রতিনিধি:

নেত্রকােনার কলমাকান্দায় র‌্যালি ও আলােচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে।

এ দিবসটি উপলক্ষে মঙ্গলবার একটি র‌্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে। এ র‌্যালিতে নেতত্ব দেন ইউএনও ফাইযুল ওয়াসীমা নাহাত।

ওইদিন র‌্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা মানবাধিকার পর্যবেক্ষন পরিষদের সভাপতি মােশতাক আহম্মেদ পলাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আজাদ আয়নালের সঞ্চলনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান পাঠান বাবুল, উপজেলা মানবাধিকার পর্যবেক্ষন পরিষদের উপদেষ্টা আনোয়ারুল ইসলাম টুটন, উপজেলা কৃষক দলের সভাপতি মো. সামছুল হক, বিএনপির নেতা ওমর ফারুক চৌধুরী, উপজেলা মানবাধিকার পর্যবেক্ষন পরিষদের সহ-সভাপতি মো. শহীদুল ইসলাম, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম মামুন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাকিবুল হাসান রতন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইশতিয়াক হাসান সৌরভ ও ইকবাল হোসেন আইয়ূব প্রমূখ।

You may also like

Uncategorized সম্পাদকিয়

সম্পাদকের কথা

There are many variations of passages of Lorem Ipsum available but the majority have suffered alteration in that some injected
Uncategorized

Hello world!

Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing! Print 🖨