সারাদেশ

কামাল উদ্দিন চৌধুরী কলেজের রজতজয়ন্তীতে শিক্ষার্থীদের মিলনমেলা

রাজিব মজুমদার॥
মীরসরাই উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের ২৫ বছর পূর্তি উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা, কাওয়ালী গান, নাটিকাসহ নানা আয়োজনে রজতজয়ন্তী উদ্যাপন করা হয়েছে। ২০০০ সালের ১৫ ডিসেম্বর প্রতিষ্ঠিত হওয়া স্বনামধন্য কলেজের রজতজয়ন্তী উপলক্ষে (২৫ ডিসেম্বর ) বুধবার দিনব্যাপী কলেজ ক্যাম্পাসে র‌্যালি, আলোচনা সভা, মধ্যহ্নভোজ, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের স্মৃতিচারণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ ও উদযাপন পরিষদের সদস্য সচিব কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আবচার উদ্দিন এর সভাপতিত্বে ও কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক শেখ ফরিদ ও আইটি শিক্ষক ওমর ফারুকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা ও শিল্প প্রতিষ্ঠান ক্লিফটন গ্রুপের চেয়ারম্যান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন উদযাপন পরিষদের যুগ্ম সদস্য সচিব ও প্রাক্তন শিক্ষার্থী পরিষদের প্রধান সমন্বয়ক মো.সাহেদ আহসান। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন, কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির অর্থ উপদেষ্টা প্রফেসর শামসুদ্দোহা, চট্টগ্রাম বন্দরের সাবেক ইঞ্জিনিয়ার খাইরুল মোস্তফা, নিখাদ গ্রুপ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ভূইয়া, মায়ানী ইউনিয়ন পরিষদ প্রাক্তন চেয়ারম্যান শাহাবুদ্দিন মিয়া, মোহাম্মদ মুসা মিয়া সহ কলেজের প্রায় ৫ হাজার সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,