সারাদেশ

কালীগঞ্জে ১০ মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী ও খুনী শাকিল মোল্লা গ্রেফতার

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে অবৈধ অস্ত্রধারীদের তালিকায় শীর্ষে থাকা সন্ত্রাসী, খুনী, চাঁদাবাজ ও মাদক সম্রাট ১০ মামলার আসামী শাকিল মোল্লাকে (৩৪) শ্বশুর বাড়ী থেকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃত শাকিল মোল্লা জামালপুর ইউনিয়নের কলাপটুয়া এলাকার করিম মোল্লার ছেলে। মঙ্গলবার (৭ জানুয়ারী) দুপুরে তাকে পার্শ্ববর্তী বালুয়াভিটা এলাকায় শ্বশুর বাড়ী থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজী, মাদক ও অস্ত্রসহ ১০টি মামলা রয়েছে। সে জামালপুরে শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট হিসেবে পরিচিত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ জানুয়ারী) রাতে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন, এসআই (নিঃ) মো. মাসুদ রানা শাশীম সঙ্গীয় অফিসার এসআই মো. মনিরুজ্জামান, মো. জহিরুল ইসলাম, সুশান্ত চন্দ্র দাস, মো. সেলিম শেখ, শান্তি চন্দ্র দাস, এএসআই মো. খলিলুর রহমান, গোপাল চন্দ্র ও কম্পিউটার অপারেটর মো. পায়েল হাসান আবির সহ গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে, জামালপুর ইউনিয়নের কলাপটুয়া গ্রামের করিম মোল্লার ছেলে শাকিল মোল্লা একটি চোরাই পিকআপ ছিনিয়ে তার আস্তানায় রাখিয়াছেন। ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ শাকিল মোল্লার পরিত্যক্ত মুরগির ফার্মের ভিতর অভিযান পরিচালনাকালে শাকিল মোল্লা মুরগির ফার্মের টিনের ভেড়া ভাঙ্গিয়া পালিয়ে যায়। এ সময় পুলিশ কলাপাটুয়া গ্রামের মো. আব্দুল জলিল মোল্লার ছেলে মো. ইব্রাহিম মোল্লা@ রিপন মোল্লা এবং ছৈলাদী গ্রামের স্বপন বিশ্বাসের ছেলে সৈকত বিশ্বাসকে গ্রেফতার করে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে কলাপাটুয়া মোল্লাপাড়া জামে মসজিদের দক্ষিণ পাশে আবু তাহের মোল্লার বাড়ীর বাউন্ডারীর ভিতর হতে শাকিল মোল্লার হেফাজতে থাকা নীল হলুদ রংয়ের মাহেন্দ্র পিকআপ যার রেজিঃ নং ঢাকা মেট্রো ন ১১-১৭২৯ উদ্ধার করেন। এ ঘটনায় কালীগঞ্জ থানায় ১০(১)২৫ নং মামলায় আটককৃতদ্বয়কে আদালতে সোপার্দ করা হয়। ঘটনার প্রধান আসামী শাকিল মোল্লাকে গ্রেফতারে নজরদারি বৃদ্ধি করে পুলিশ। অবশেষে মঙ্গলবার দুপুরে তার শ্বশুর বাড়ী বালুয়াভিটা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে হত্যা মামলা-১টি, চাঁদাবাজী মামলা-১টি, মাদক মামলা-৩টি ও অন্যান্য ধারায়-৫টি মোট ১০টি মামলা রয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন জানান, শাকিল মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। শাকিল মোল্লার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং