সারাদেশ

কুমিল্লায় ৭দফাদাবিতে প্রাণিসম্পদ বিভাগের এআই টেকনিশিয়ানদের কর্মবিরতি 

মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি কুমিল্লাঃ কুমিল্লায় ৭দফাদাবিতে প্রাণিসম্পদ বিভাগের এআই টেকনিশিয়ানদের কর্মবিরতি করে সমাবেশ ও মানববন্ধন করেছে বাংলাদেশ প্রাণীসম্পদ এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতির সদস্যরা।
চাকুরি আছে বেতন নাই বৈষম্যের অবসান চাই শ্লোগানে মুখরিত কুমিল্লার কৃত্রিম প্রজনন কেন্দ্র  উপ-পরিচালকের কায্যালয়।
আজ বুধবার (৯ এপ্রিল) দুপুরে দীর্ঘ ১৫ মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধ, স্বাধীন দেশে স্বৈরাচার রায় ৪৬০/১৭ বাতিলের দাবি জানিয়ে ব্যানার ফেস্টুন নিয়ে কর্মবিরতি করে মাববন্ধনসহ পথ প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেছে এআই টেকনিশিয়ানরা।
মানববন্ধন পথ প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন-কল্যাণ সমিতির কুমিল্লা জেলা শাখার সভাপতি সৈয়দ আবদুল কাইয়ুম,সাধারণ সম্পাদক কামাল হোসেন সরকার, ফয়সাল আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি আলমগীর হোসেন, চাদঁপুর জেলার সভাপতি সাধারণ সম্পাদকসহ বৃহত্তর কুমিল্লার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বক্তারা অবিলম্বে ৭দফা দাবি বাস্তবায়নের দাবী জানান।নতুন অনিদিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাবেন সমিতির সদস্যরা।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,