চাঁদপুর, ফরিদগঞ্জ মাটি কাটার অপরাধে ১ মাসের কারাদণ্ড দিয়েছে প্রশাসন।

মো: রাজন পাটওয়ারী, স্টাফ রিপোর্টার চাঁদপুর:
চাঁদপুর ফরিদগঞ্জ ১১ নং ইউনিয়ন পূর্ব আলোনিয়ায় অবৈধভাবে কৃষি জমি মাটি কাটে ব্যবসায়ীরা। আমরা সরোজমিনে গিয়ে দেখি অবৈধভাবে মাটি কাটে ।ওই সময় আমাদেরকে দেখে ওই গ্রামের জনগণ অভিযোগ নিয়ে আসে। জনগণ আমাদেরকে বলে বিগত ১০-১৫ দিন যাবত আমাদের ফসলে কিত জমি ক্ষয়ক্ষতি করে আমাদের জমির উপর দিয়ে। টাক বরা মাটি নিয়ে যায়। আমরা বিভিন্ন সময় মাটি ব্যবসায়ী কনটেকটার কে বলি উনি আমাদেরকে রাজনীতি প্রভাব খাটায়। আমাদেরকে ভয়-ভীতি দেখায়। এবং আমাদেরকে দমিয়ে রাখে তাই আমরা এই গ্রামের জনগণ মুখ ফুটিয়ে কিছু বলতে পারি না। আমাদের ফসল কিত জমির মত আমাদের চলাচলের রাস্তা বেহাল অবস্থা। ওই সময় আমাদেরকে বলে। আপনারা সাংবাদিকরা আশাতে আমরা অনেক খুশি হয়েছি। এ সময় আমরা। গ্রামবাসীদের কথা শুনে। কন্টাকটারের সাথে কথা বলতে চেষ্টা করি। কন্টাকটার কে খোঁজাখুজি করার পরে পাওয়া যায়নি। আমরা ঘটনাস্থল থেকে । এসিলেন্ট স্যারকে বিষয়টা অবগত করি। তাৎক্ষণিক এসিলেন্ট স্যার সরজমিনে গিয়ে মাটি কাটার চলমান অবস্থা দেখতে পায়। ও সময় সাংবাদিকদের তৎপরতা কৃষি জমির মাটি কাটার অপরাধে ১ মাসের কারাদন্ড দিয়েছে ফরিদগঞ্জ প্রশাসন।