চৌগাছায় জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদককে সংবর্ধনা ঘিরে তীব্র ক্ষোভ
স্টাফ রিপোর্টার
জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া গত বৃহস্পতিবার চৌগাছার একটি বিভক্তি প্রেসক্লাবের কাছ থেকে সংবর্ধনা গ্রহণ করেছেন। এই আয়োজন ঘিরে উপজেলার সাংবাদিক ও সচেতন মহলে তীব্র বিতর্ক ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।
চৌগাছায় আরও দুটি সক্রিয় সাংবাদিক সংগঠন (একটি প্রেসক্লাব ও একটি রিপোর্টার্স ক্লাব) থাকা সত্ত্বেও, তাদের কোনো সদস্যকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি।
জানা গেছে, যে প্রেসক্লাবটি এই সংবর্ধনার আয়োজন করেছে, তার সভাপতি অধ্যক্ষ আবু জাফর নিজে এই বিচ্যুতি স্বীকার করেছেন। আয়োজক সংগঠনটির অধিকাংশ সদস্যই জামায়াতে ইসলামীর অনুসারী বা দায়িত্বশীল পদে অধিষ্ঠিত।
সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং জাতীয় প্রেসক্লাবের একজন সদস্য উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ না পাওয়ায় উপজেলার অন্য দুই সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ চরম হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন।





