চৌগাছায় বিএনপি কর্মীসভা: আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি শুরু

স্টাফ রিপোর্টার
চৌগাছা পৌরসভার ৮নং ওয়ার্ডে সম্প্রতি অনুষ্ঠিত হলো বিএনপির কর্মীসভা, যা আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দলের প্রস্তুতি ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির ইঙ্গিত দেয়। মঙ্গলবার বিকেলে স্থানীয় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং পৌর যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন আহমেদের সঞ্চালনায় এই কর্মীসভায় অংশ নেন উপজেলা ও জেলা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য জহুরুল ইসলাম, যিনি চৌগাছা-ঝিকরগাছা আসনে ধানের শীষ প্রতীকের প্রত্যাশী।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক হাজী আব্দুল হারিম চঞ্চল এবং অন্যান্য নেতৃবৃন্দ। সভার মূল উদ্দেশ্য ছিল দলের সকল স্তরের কর্মীদের মধ্যে ঐক্য ও উদ্দীপনা বৃদ্ধি করা এবং আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করা। এই সভায় বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি, বিশেষ করে মহিলা কর্মীদের অংশগ্রহণ, দলের অভ্যন্তরীণ সংহতির একটি সুস্পষ্ট চিত্র তুলে ধরে।