সারাদেশ

চৌগাছা বিএনপির মহান বিজয় দিবস উপলক্ষে র‌্যালি

স্টাফ রিপোর্টার

যশোরের চৌগাছায় মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। র‌্যালি পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পুরাতন কোটচাঁদপুর বাসস্টান্ডে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম। অনুষ্ঠানে প্রধান অতিথির আলোচনা করেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও চেম্বার এন্ড কমার্সের সভাপতি মিজানুর রহমান খাঁন।

অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক ও এ্যাড. আলীবুদ্দিন খান, সাবেক কাউন্সিলর আনিছুর রহমান প্রমুখ।

আলোচনা শেষে বিশাল এক বিজয় র‌্যালি বের হয়। র‌্যালিতে বিএনপি ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশ নেয়। র‌্যালীটি বাজারের প্রধান প্রধান সড়ক ঘুরে বাসস্টান্ডে এসে শেষ হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,