ছাতকে বাংলাদেশ খেলাফত মজলিসের নির্বাচনী সভা অনুষ্ঠিত

ছাতক প্রতিনিধি: ছাতকে বাংলাদেশ খেলাফত মজলিসের নির্বাচনী দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ছাতক তাহিরপ্লাজার চতুর্থ তলায় চিলিজ রেষ্টুরেন্টে বাংলাদেশ খেলাফত মজলিসের ছাতক উপজেলা সভাপতি মাওলানা আব্দুল কাদিরের সভাপতিত্বে ও ছাতক উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আলমাছ উদ্দিন এবং দোয়ারাবাজার উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল খালিক মানিক এর যৌথ সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে দলের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা সাদিক সালীম এর সমর্থনে অনুষ্ঠিত নির্বাচনী দায়িত্বশীলসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা খেলাফত মজলিসের সহসভাপতি মাওলানা ফজলুর রহমান, দোয়ারাবাজার উপজেলা সভাপতি মাওলানা কামাল উদ্দীন, সহসভাপতি মাওলানা আলী হায়দার, ছাতক পৌর শাখার সভাপতি মাওলানা ইসলাম উদ্দিন, মুফতি আব্দুস সালাম, খেলাফত যুব মজলিসের জেলা সভাপতি মাওলানা কবির আহমদ, মাওলানা সুলতান আহমদ, মাওলানা আব্দুস সাত্তার, মাওলানা সালাতুর রহমান, মাওলানা নুর উদ্দিন প্রমুখ। এসময় বক্তারা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা সাদিক সালীম কে রিক্সা প্রতীকে বিজয়ী করার আহবান জানান।