শিক্ষাঙ্গন

ছাতকে সুহিতপুর গ্রামে ওয়াকফ এষ্টেট হস্তান্তর অনুষ্ঠান

ছাতক প্রতিনিধি: ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের সুহিতপুর গ্রামস্থ হযরত আবু বকর সিদ্দিক (রা) হাফিজিয়া এবতেদায়ী মাদ্রাসা ওয়াকফ এষ্টেট ইসলামিক সোশ্যাল ওয়েল ফেয়ার ট্রাষ্টের নিকট হস্তান্তর অনুষ্ঠান মঙ্গলবার বিকেলে মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ট্রাষ্টের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুস সালাম আল মাদানি। ট্রাষ্টের চেয়ারম্যান মাওলানা জালাল উদ্দিনের সভাপতিত্বে ও ট্রাষ্টের এসিস্ট্যান্ট সেক্রেটারি আতাউল মগনীর পরিচালনায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন, ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ট্রাষ্টের জেনারেল সেক্রেটারী এডভোকেট সুফি আলম সোহেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হস্তান্তর কারি এষ্টেটের প্রতিষ্টাতা ও দাতা দিলারা বেগম ঝর্না, তারেক আহমদ সৌরভ, সালমা আহমেদ ববি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, হোসাইন আহমেদ লনি, ইন্জিনিয়ার ইকবাল হোসেন, শিক্ষাবিদ মাস্টার ছালিক আহমদ, মাওলানা আব্দুল ওয়াদুদ, ডা. তামিম আহমদ, শিক্ষাবিদ উমেদ আলী, আাল আমিন, রাজনীতিবিদ নজমুল ইসলাম, ইসলামি সমাজ কল্যাণ পরিষদের সভাপতি রমিজ উদ্দিন, সাধারণ সম্পাদক মুক্তার হোসেন প্রমূখ। অনুষ্টানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন, মাওলানা এমরান আহমদ। প্রধান আলোচকের বক্তব্য এডভোকেট সূফি আলম সোহেল বলেন, এই প্রতিষ্ঠানের মাধ্যমে দ্বীনের খেদমত করার সুযোগ রয়েছে। আখেরাতের মুক্তি ও পরকালীন শান্তির উদ্দেশ্য নিয়েই প্রতিষ্ঠানের সৃষ্টি হয়েছে। দ্বীনি শিক্ষার মহান ব্রত নিয়ে এটি নিজের প্রতিষ্টান হিসেবে আন্তরিকতার সহিত কাজ করে সবাই সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে হবে। মহান আল্লাহ তায়ালা যেন সবার খেদমতকে কবুল করেন।

You may also like

Uncategorized শিক্ষাঙ্গন

নাজিরপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :বিএনপির কেন্দ্রীয় কমিটি অন্যতম সদস্য, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বরিশাল বিভাগীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ
Uncategorized শিক্ষাঙ্গন সারাদেশ

পিরোজপুর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি: ইসলামি আরবি বিশ্ববিদ্যায়ের উপাচার্যের পিরোজপুরে আগমন উপলক্ষে সংবর্ধনা, আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ নভেম্বর) সকালে পিরোজপুর