জয়পুরহাট জেলার সুবিধা বঞ্চিত ও হয়রানীর শিকার নাগরিকদের নিয়ে (দুদক) এর গনশুনানি
জাহিদুল ইসলাম জাহিদ স্টাফ রিপোর্টার।
রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ’ এই স্লোগানে জয়পুরহাট জেলার সুবিধা বঞ্চিত ও হয়রানীর শিকার নাগরিকদের সরাসরি অভিযোগ শুনলেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার (১১ আগস্ট) সকাল ৯টায় জেলা শিল্পকলা অডিটরিয়ামে দুর্নীতি দমন কমিশন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এ গণশুনানি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৩৫টি টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৭২ টি অভিযোগের মধ্যে ১০৬ জন গণশুনানিতে অভিযোগ উপস্থাপন করেন।
জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরীর সঞ্চালনায় ও সভাপতিত্বে অনুষ্ঠিতব্য গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মাদ আবদুল মোমেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ ও গণসচেতনতা) মোঃ আক্তার হোসেন, রাজশাহী বিভাগীয়
পরিচালক মো: ফজলুল হক, জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, দুদক সমন্বিত জেলা কার্যালয়, নওগাঁর উপপরিচালক, সৈয়দ নজরুল ইসলাম, সকল সরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধিসহ সুশীল সমাজের বিশিষ্ট নাগরিকগণ।
গণশুনানিতে বিভিন্ন সরকারি অফিসের সেবা প্রাপ্তিতে হয়রানীর শিকার সেবা বঞ্চিত সংক্ষুদ্ধ জনসাধারণ তাদের অভিযোগ সমূহ জয়পুরহাট সদরের সকল সরকারি দপ্তর প্রধানদের উপস্থিতিতে দুদকের উধ্বর্তন কর্মকর্তাগণের সামনে তুলে ধরা হয়। একই সাথে সেবা বঞ্চিত জনসাধারণের উত্থাপিত অভিযোগের বিষয়ে দুদক কর্তৃক তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সরকারি পরিসেবা প্রাপ্তি নিশ্চিতকরণ এবং সরকারি কর্মকর্তাদের মাঝে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা ও মূল্যবোধ বৃদ্ধি করার
মাধ্যমে দেশ থেকে দুর্নীতি নির্মূল করাই উক্ত গণশুনানির মূল অভিপ্রায়।


