জামালপুরে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল

ফারিয়াজ ফাহিম
জামালপুর
জুলাই-আগস্টে গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে জেলা গণঅধিকার পরিষদ।
আজ( বুধবার) দুপুরে দয়াময়ী চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে ফৌজদারি চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে রাস্তা অবরোধ করে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইকবাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক জাকির হোসেন এবং কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ।
এসময় বক্তারা ফ্যাসিস্ট শেখ হাসিনা ও আওয়ামী লীগের দোসরদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।
পরে জেলা প্রশাসক হাছিনা বেগম ও পুলিশ সুপার রফিকুল ইসলামের কাছে স্মারক লিপি প্রদান করা হয়।।