রাজনীতি সারাদেশ

জামালপুরে জেলা বিএনপির সম্মেলন স্থগিতের দাবিতে মশাল মিছিল ও আধাবেলা হরতাল আহবান

ফারিয়াজ ফাহিম
জামালপুর

জামালপুর জেলা বিএনপির সম্মেলন স্থগিতের দাবিতে মশাল মিছিল ও বুধবার জেলায় আধাবেলা হরতাল আহবান করেছে বিএনপির একাংশের একটি গ্রুপ।

গতকাল(মঙ্গলবার) সন্ধ্যায় জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যানারে স্থানীয় বকুলতলা চত্বর থেকে মশাল মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে দয়াময়ী চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় তারা হরতাল সফল ও সম্মেলন স্থগিতের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।

এ সময় মশাল মিছিলটি শহরের মেডিকেল রোডে পৌঁছলে বোমা সদৃশ বিস্ফোরণের ঘটনা ঘটে।

মিছিলের পর শহরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী সম্মেলন সফল এবং হরতাল বর্জনের দাবি জানিয়েও মিছিল করেছে।

প্রসঙ্গত,প্রায় ৯ বছর পর আগামী ২৩ আগস্ট জামালপুর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,