জামালপুর-৩ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী শুভ’র মনোনয়ন বৈধ ঘোষনা
ফারিয়াজ ফাহিম
জামালপুর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪০ জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনে বিএনপির বিদ্রোহী
(স্বতন্ত্র) প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (১১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে আপিল শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানি শেষে কমিশন মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সিদ্দিকী শুভর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।
এর আগে গত ৩ জানুয়ারি বিকেলে জামালপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় এক শতাংশ ভোটারের সমর্থন যাচাইয়ে ৫ হাজার ৩৯৬ জন ভোটারের ক্রস চেকের মধ্যে একজন ভোটারের তথ্যগত অমিল ত্রুটির কারণে জেলা রিটার্নিং কর্মকর্তা তার প্রার্থিতা বাতিল করেন।
পরে সংশ্লিষ্ট ওই ভোটার স্বশরীরে নির্বাচন কমিশনে হাজির হয়ে ভোটসংক্রান্ত তথ্য সঠিক বলে স্বীকার করেন।
আপিল শুনানিতে বিষয়টি উপস্থাপন করা হলে নির্বাচন কমিশন তা বিবেচনায় নিয়ে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। এর ফলে জামালপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ ফিরে পান সাদিকুর রহমান সিদ্দিকী শুভ।
মনোনয়ন বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়ায়
উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সিদ্দিকী শুভ বলেন,
আপিল শুনানিতে আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল। নির্বাচন কমিশন সঠিক বিষয়টি যাচাই করে সংশোধনের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করেছে।
তিনি জামালপুর-৩ মেলান্দহ–মাদারগঞ্জ আসনের সকল ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সবাইকে সঙ্গে নিয়ে নির্বাচনী কার্যক্রমে এগিয়ে যেতে চাই।
উল্লেখ, এ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির জলবায়ু বিষয়ক সহসম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল।।




