সারাদেশ

তথ্যপ্রযুক্তির মায়া জালে ঢাকায় ধরা পড়ল পতালক সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী 

জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার।

দীর্ঘদিন ধরে পলাতক থাকা মাদক মামলায় পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুর রশিদকে (৫৬) অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানী ঢাকার হাতিরঝিলের মধুবাগ এলাকা থেকে শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাতে তাকে আটক করা হয়।

গ্রেফতার আব্দুর রশিদ জয়পুরহাটের কালাই পৌর শহরের সড়াইল মহল্লার আব্দুস সাত্তারের ছেলে। রোববার (১৮ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৫ মার্চ মাদক বিক্রির সময় আব্দুর রশিদকে মাদকসহ গ্রেফতার করা হয়। পরে কালাই থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়। তদন্ত শেষে তৎকালীন তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে চলতি বছরের ২ জানুয়ারি আসামির অনুপস্থিতিতে দায়রা জজ আদালত তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত। রায় ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

কালাই থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা হয়। পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,