সারাদেশ

দিনাজপুরে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৪

মোঃমোমিনুল ইসলাম (দিনাজপুর)

ট্রাকের ধাক্কায় দুমড়ে–মুচড়ে গেছে মাইক্রোবাস। আজ সোমবার সকালে দিনাজপুরের বীরগঞ্জের বেঙপুকুর এলাকায়ছবি: সংগৃহীত

দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার সাতোর ইউনিয়নের দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বেঙপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

নিহত ব্যক্তিরা হলেন ঠাকুরগাঁও রোড কলোনি এলাকার বাসিন্দা ও মাইক্রোবাসচালক মানিক হোসেন (৪২), ঠাকুরগাঁও সদর উপজেলার হাজীপাড়া এলাকার দেলোয়ার হোসেন (৪৫), বালিয়াডাঙ্গী উপজেলার বোয়ালদাড় গ্রামের ইমরুল হাসান (৪৩) এবং রানিশংকৈল উপজেলার মালিভিটা গ্রামের জুলফিকার আলী (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন ঠাকুরগাঁও জেলার বিভিন্ন হিসাবরক্ষণ অফিসের কর্মকর্তা ছিলেন। তাঁরা রংপুরে একটি বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিতে সকালে মাইক্রোবাসযোগে রওনা হন। পথে বেঙপুকুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবাহী একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চালকসহ দুজন মারা যান। গুরুতর আহত অবস্থায় বাকি চারজনকে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল গফুর প্রথম আলোকে বলেন, মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। বিষয়টি দশমাইল হাইওয়ে পুলিশ তদন্ত করছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবে

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং