সারাদেশ

দিনাজপুরে ৪৪ লাখ টাকার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ২।

এনামুল মবিন(সবুজ)
জেলা প্রতিনিধি দিনাজপুর.
দিনাজপুর ঘোড়াঘাটে ৪৪ লাখ টাকা মূল্যের নেশা জাতীয় নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।
মঙ্গলবার ১৭ ডিসেম্বর রাতে উপজেলার ৪নং ইউনিয়নের কামদিয়া রোড রনির করাত কল সংলগ্ন পাকা রাস্তার ওপরে চেকপোস্ট বসিয়ে নিষিদ্ধ ট্যাবলেটসহ ২জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার আইভাঙ্গী গ্রামের আব্দুল মান্নানের ছেলে আবু হায়াত(৩৭) ও দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার মিতালি গুচ্ছগ্রামের সেকেন্দার আলীর ছেলে আঁখিনূর মিয়া(৩৬)।
বুধবার ১৮ ডিসেম্বর সকালে ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট উপজেলার কামদিয়া রোড দিয়ে মাদকের বড় একটি চালান প্রবেশ করবে। এমন সংবাদে থানা পুলিশের একটি টহল দল চেকপোস্ট বসিয়ে ২২ হাজার পিস নিষিদ্ধ ট্যাবলেট ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আজকে তাদের দিনাজপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং