দেবীগঞ্জে বিজয় দিবস উপলক্ষে ইকরা মাদরাসার ক্রীড়া প্রতিযোগিতা, অভিভাবক সমাবেশ

একেএম বজলুর রহমান, পঞ্চগড় প্রতিনিধি
মহান বিজয় দিবস উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দেবীগঞ্জ ইকরা মডেল মাদরাসার আয়োজনে ২৩ ডিসেম্বর সোমবার সকালে দেবীগঞ্জ নৃপেন্দ্র নারায়ন সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দেবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
দেবীগঞ্জ ইকরা মডেল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শেখ ফরিদের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলার কৃষি কর্মকর্তা নাঈম মোর্শেদ, জেলা জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া সেক্রেটারি ও জেলা শ্রমিক শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি আবুল বাশার বসুনিয়া, দেবীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম, দেবীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আজমল হোসেন, দেবীগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ ও দেবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী, ইকরা মডেল মাদরাসার সভাপতি ও দেবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন কবির রাজু, দেবীগঞ্জ উপজেলার ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার শাহ রাশেদুল হক উপস্থিত বক্তব্য দেন।
ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে মাদরাসার শিক্ষার্থী, অভিভাবকরা অংশ নেন।
অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, দেবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নাঈম মোর্শেদসহ অতিথিরা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।
ইকরা মডেল মাদরাসার সহকারি শিক্ষক শাহজাহান সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন রংপুরের হ্যাভেন টিউন নামের একটি সাংস্কৃতিক সংগঠন।