সারাদেশ

দৌলতখানে ডিবি পুলিশের অভিযানে ফেন্সিডিল-গাজা সহ আটক-১

রিয়াজ ফরাজি
ভোলা’র দৌলতখানে অভিযান চালিয়ে ২০ বোতল ফেন্সিডিল ও ১ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ মাদক ব্যবসায়ী মোঃ মনিরুল ইসলাম শুভ (৩২) নামের ১ জন আটক করেছে জেলা গোয়েন্দা শাখা(ডিবি)।
 রবিবার (২২ ডিসেম্বর ২০২৪) সকালে জেলা গোয়েন্দা শাখা থেকে জানানো হয়
ভোলা  পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক এর  দিকনির্দেশনায়, জেলা গোয়েন্দা শাখার অফিসার্স ইনচার্জ (ওসি)মো. ইকবাল হোসেনের তত্ত্বাবধানে, গতকাল শনিবার সন্ধ্যা ৭ টার দিকে ভোলা জেলার দৌলতখান উপজেলার  মদনপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড আবাসনের বিল্লাল মাঝির বন্ধ মুদির দোকানের সামনে কাঁচা রাস্তার উপর থেকে মাদক ব্যাবসায়ী মনিরুল হক শুভ কে ২০ বোতল ফেন্সিডিল ও ১ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ এসআই (নিঃ)মোঃ আসাদুজ্জামন খান সংগীয় অফিসার ও ফোর্স সহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা আটক করেন।আটককৃত মনিরুল ইসলাম শুভ ভোলা ভোলা সদর পৌরসভার ৭নং ওয়ার্ড আমানত পারা’র মৃত রফিকুল ইসলামের ছেলে।
আটক পরবর্তী  আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন বলেও জানানো হয়।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং