নওগাঁয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :
”এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁয় জেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে নওগাঁ শহরের নওযোয়ান মাঠে নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের উদ্বোধন করেন, নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রথমেই জেলা প্রশাসকসহ অন্য অতিথিদের ফুল দিয়ে বরণ করার পর জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিয়া আফরিন, জেলা ক্রীড়া কর্মকর্তা, জেলার ১১টি উপজেলা শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক প্রমুখ উপস্থিত ছিলেন। টুর্ণামেন্টে জেলার ১১টি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকা দল অংশ গ্রহণ করছে। প্রতিটি দলে ১১জন করে শিক্ষার্থীরা খেলায় অংশ গ্রহণ করছে। প্রতিটি ম্যাচে বালকরা ৪০মিনিট আর বালিকারা ৩০মিনিট সময় খেলছে। উদ্বোধনী খেলায় বালক ম্যাচে আত্রাই উপজেলার বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে টাইব্রেকারে ০৩ গোলে হারিয়ে রাণীনগর উপজেলার করজগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়। অপরদিকে বালিকাদের ম্যাচে রাণীনগর উপজেলার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ৩-০ গোলে আত্রাই উপজেলার সিংসাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে হারিয়ে বিজয়ী হয়। আগামী ১৩ জানুয়ারী টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। খেলা দেখতে মাঠে বিভিন্ন পর্যায়ের ফুটবল প্রেমীরা ভিড় করেন।
জেলা প্রশাসক বলেন, বর্তমান প্রজন্মকে খেলার প্রতি আগ্রহী করে তুলতে এবং আগামীতে একটি সুস্থ্য, মেধাবী ও সুুন্দর জাতি গড়ে তুলতে নিয়মিত খেলাধুলার চর্চার কোন বিকল্প নেই। আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলের আনাচে-কানাচে অনেক মেধাবী খেলোয়ার লুকিয়ে আছে। সেই সব মেধাবী খেলোয়ারদের খুজে বের করে আনতে এমন টুর্ণামেন্টের বেশি বেশি আয়োজন করতে হবে। এমন আয়োজনের মধ্যদিয়ে নওগাঁর প্রত্যন্ত অঞ্চলের মেধাবী খেলোয়াররা উঠে আসবে এবং নতুন বাংলাদেশে নতুন করে দেশের ক্রীড়াঙ্গনে আবার নওগাঁর হারিয়ে যাওয়া সুনাম ফিরে আসবে। তাই এমন আয়োজনের ধারাবাহিকতা রক্ষা করার প্রতি প্রধান অতিথি আহ্বান জানান।