সারাদেশ

নওগাঁয় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাসাস এর উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান

 

তৌফিক তাপস, নওগাঁ জেলা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নওগাঁয় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর উদ্যোগে ১৩ তারিখ শনিবার রাত ৮টায় নওগাঁ জেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে প্রাণবন্ত এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) নওগাঁ জেলা শাখার সভাপতি বারীউল আলম বাবু এবং জাসাস নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক এস.কে.এম ইকবাল। এছাড়াও জেলা জাসাস এর কর্মী সহ উপস্থিত সাংস্কৃতি প্রেমী জনতা।

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস), জাতীয়তাবাদী দল বিএনপির অংঙ্গসংগঠন। এই সংগঠন বা সংস্থা মূলত জাতীয়তাবাদী আর্দশে বাংলাদেশের জাতি,ধর্ম বর্ণ নির্বিশেষে সংস্কৃতিকে ধারণ করে সাংস্কৃতির মাধ্যমে মানুষের মাঝে পৌছে দেওয়া। সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) প্রতিষ্ঠার পর থেকে এমন কার্যক্রম করে আসছে।

এবার নানা আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উযযাপিত হয়। তার’ই ধারাবাহিকতায় নওগাঁ জেলা শাখা সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর উদ্যোগে এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে স্থানীয় ও অতিথি শিল্পীবৃন্দ দেশাত্মবোধক,আধুনিক ও লোকসংগীত পরিবেশন করেন। উপস্থিত দর্শক পুরো অনুষ্ঠান জুড়ে এমন প্রাণবন্ত সংগীত উপভোগের মধ্যদিয়ে করতালিতে উৎসাহিত করেন শিল্পীদের।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,