শিক্ষাঙ্গন সারাদেশ

নওগাঁয় স্কুলছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ভাইরাল, থানায় মামলা

সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :

 

নওগাঁয় সপ্তম শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন। এ ধর্ষণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর এলাকাজুড়ে তোলপাড় চলছে। এ ঘটনায় গত বুধবার ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে ধর্ষক রিফাত হোসেন (২৪) ও সহযোগীতাকারী ধানী নামের দু’ জনের বিরুদ্ধে মহাদেবপুর থানায় একটি ধর্ষণ আইনে মামলা দায়ের করেন। মামলার সত্যতা নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ শাহীন রেজা।

অভিযুক্ত (ধর্ষক) যুবক রিফাত হোসেন নওগাঁর মহাদেবপুর উপজেলার বিনোদপুর গ্রামের জৈনক শহিদুল ইসলামের ছেলে ও ধানী একই এলাকার বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী স্কুল পড়ুয়া ছাত্রী গত শনিবার বেলা ১২টার দিকে গ্রামের প্রাথমিক বিদ্যালয় মোড়ের একটি দোকানে নুডলস কেনার জন্য যায়। সে বিদ্যালয়ের কাছে পৌছালে আগে থেকেই ওত পেতে থাকা রিফাত হোসেন তার মুখ চেপে ধরে পাশের নির্মাণাধীন ওয়াস ব্লকের ভেতরে নিয়ে যায়। সেখানে ধানী নামের এক জনের সহায়তায় ছাত্রীকে ধর্ষণ করে রিফাত। সে দোকান থেকে নুডলস না কিনে বাড়ি ফিরে শুয়ে পড়ে। সারাদিন খাওয়া দাওয়াও করেনি।এরমধ্যে গত সোমবার তার ধর্ষণের একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর মেয়েকে জিজ্ঞাসা করে ঘটনার বিষয়ে জানতে পারেন তার পরিবার। জানতে চাইলে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ শাহিন রেজা বলেন, এ ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন ভুক্তভোগী ছাত্রীর বাবা। মামলার পর থেকে আসামীরা পলাতক রয়েছে। তাদের আটকের জন্য অভিযান অব্যাহত আছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,