নওগাঁয় ১৪ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক
তৌফিক তাপস, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেট আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবি।
গত ১৭ জানুয়ারি রাত আনুমানিক ২টা ২০ মিনিটে পত্নীতলা উপজেলার চকিলাম বিওপি এলাকায় অভিযান পরিচালনা করে ১৪ বিজিবি ব্যাটালিয়ন।
চকিলাম বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৬/১-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চকশব্দল গ্রামের মাঠে সরিষা ক্ষেতের ভেতর অভিযান চালায়।
এ সময় পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় ১৪ হাজার ৬০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট।
আটককৃত ট্যাবলেটের আনুমানিক মূল্য ২৯ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব না হলেও মাদকগুলো জব্দ করে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




