সারাদেশ

পঞ্চগড়ে তাপমাত্রা ১২ ডিগ্রি, ঘন কুয়াশায় গাড়ি চলছে হেডলাইট জ্বালিয়ে 

একেএম বজলুর রহমান, পঞ্চগড় প্রতিনিধি :
পঞ্চগড়ে শীত বেড়ে যাওয়ার সাথে সাথে তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঘন কুয়াশা আর হিমেল বাতাস। কুয়াশার ঘনত্ব বেড়ে যায় বিভিন্ন যানবাহন চলছে হেড লাইট জ্বালিয়ে। ঘন কুয়াশায় ঢাকা পড়ে গেছে পঞ্চগড় জেলার বিভিন্ন সড়কের রাস্তাঘাট।
পঞ্চগড়ে চলতি মৌসুমের দ্বিতীয় বারের মতো ঘন কুয়াশা পড়ছে এবার তার সঙ্গে বইছে হিমালয়ের পাহাড়ী হিম বাতাস।
১১ ডিসেম্বর বুধবার ভোরে ১২ দশমিক ৯ এবং সকাল ৯টায় পঞ্চগড় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায় ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।
 ১০ ডিসেম্বর তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
এ সময়েও ব্যস্ততম সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায় বিভিন্ন যানবাহনকে। দেখা দেয়নি সূর্য। সকাল সকাল শীতের অনুভূতি একটু বেশি থাকলেও বেলা বাড়তে থাকার সঙ্গে সঙ্গে ঠান্ডার পরিমাণ কিছুটা কমতে শুরু করে। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র বলছে, ১০ ডিসেম্বর সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, দিনের তাপমাত্রা ১২ ডিগ্রি থেকে ১৩ ডিগ্রির মধ্যে থাকলেও সন্ধ্যার পর থেকে সকাল ৯ টায় পর্যন্ত তাপমাত্রা কমে ১২ দশমিক ৮ ডিগ্রির ঘরে দাঁড়াচ্ছে। সবচেয়ে বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে রাতে।
তিনি বলেন, বুধবার জেলায় দেখা দিয়েছে ঘন কুয়াশা। দিন ও রাতের তাপমাত্রাও কমে শুরু করেছে। আগামী কয়েকদিনের মধ্যে শীতের তীব্রতা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং