সারাদেশ

পটুয়াখালীতে বিলুপ্ত প্রায় মৃদু বিষধর লাউডগা সাপ উদ্ধার

আসাদুল্লাহ হাসান মুসা,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ- পটুয়াখালীর কলাপাড়ায় চার ফুট দৈর্ঘ্যের একটি মৃদু বিষধর বিলুপ্তপ্রায় লাউডগা সাপ উদ্ধার করেছে অ্যানিম্যাল লাভার্স অব পটুয়াখালী সেচ্ছাসেবী প্রাণী কল্যান ও পরিবেশেবাদী সংগঠনের সদস্যরা।

 

শুক্রবার (১০ জুন) দুপুরে কলাপাড়ার ৩নং লালুয়া ইউনিয়নের পশ্চিম হাসনাপাড়া গ্রামের একটি বসতবাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়। বর্তমানে সাপটিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।

 

প্রাথমিক চিকিৎসার পর সাপটি সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হবে। উজ্জ্বল সবুজ বর্ণের লম্বাটে, নলাকার, নাক লম্বা এবং সুচালো এ লাউডগা সাপের প্রধান খাবার ব্যাঙ ও সরীসৃপ জাতীয় প্রাণী। সাপটি উদ্ধার করেন অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী সংগঠনের সাপ ও বন্য প্রাণী উদ্ধার কর্মী মো: আদনান রাকিব।

অ্যানিম্যাল লাভারস অব পটুয়াখালীর সাপ ও বন্যপ্রাণী উদ্ধারকর্মী মো: আদনান রাকিব বলেন, দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সাপটি উদ্ধার করি। সচরাচর এসব সাপ দেখা যায় না।

 

অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী সংগঠন এর কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ মুন্সি বলেন, “সাপটিকে আমরা প্রাথমিক চিকিৎসা দিচ্ছি। সাপটি কিছুটা সুস্থতা বোধ করলে বন বিভাগের সহায়তায় আমরা এটি সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করবো। এর আগেও আমরা বেশ কিছু সাপ, পাখি ও বানরসহ বিভিন্ন বন্যপ্রাণী উদ্ধার করে অবমুক্ত করেছি।”

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,