সারাদেশ

পলাশবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

বায়েজীদ, পলাশবাড়ী (গাইবান্ধা)  :
সারাদেশের ন্যায় গাইবান্ধার পলাশবাড়ীতে সূর্যোদ্বয়ের সাথে সাথে তোপধ্বনির পর শহীদ স্মৃতিস্তম্ভে  পুস্পস্তর্বক অর্পণের মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় ৫৪ তম মহান বিজয় দিবসের কর্মসূচীর শুভ সূচনা করা হয়।
১৬ ডিসেম্বর সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর শুরুতে পুস্পস্তর্বক অর্পণ করেন উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন পক্ষে উপজেলা পরিষদ প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান, সহকারি কমিশনার ভুমি ও পৌর প্রশাসক আল ইয়াসা রহমান তাপাদার, পলাশবাড়ী থানা পুলিশের পক্ষে থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্ট, উপজেলা বিএনপি,পৌর বিএনপি, উপজেলা ও পৌর যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, জাসাস, শ্রমিকদল, কৃষকদল, তাতীদল, মৎসজীবীদল,গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতি, গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন,পলাশবাড়ী এসএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নেতৃত্বে শিক্ষকগণ, বিশ্ব সাহিত্য কেন্দ্র,আনসার ভিডিপি,পলাশবাড়ী প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, পলাশবাড়ী মডেল প্রেসক্লাব সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ হতে পৃথক পৃথক ভাবে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন করা হয়। এরপর পলাশবাড়ী এসএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানের সভাপতিত্বে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা প্রদান করা হয়। এছাড়াও দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করে উপজেলা প্রশাসন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,