পাইকগাছায় বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

এম জালাল উদ্দীন:পাইকগাছা
পাইকগাছা পৌরসভার ৭নং ওয়ার্ডে তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষে আলোচনা সভা সহ ওয়ার্ড বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(১৬মে) সন্ধ্যায় পৌরসভা ৭ নং ওয়ার্ডের মাছ কাটা সংলগ্ন চত্বরে ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি জিএম রফিকুল ইসলাম। সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সাবেক ছাত্র নেতা আসলাম পারভেজ।
পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহর আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা লাকি, সাবেক কাউন্সিল ও প্যানেল মেয়র কামাল আহমেদ সেলিম নেওয়াজ, মোস্তফা মোড়ল।
এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর যুবদলের আহবায়ক জিএম রুস্তম আলী, সদস্য সচিব আনারুল ইসলাম, সাবেক ছাত্র নেতা হাফিজ আল জাবির লিপু, জামিলুর রহমান রানা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সোহেল গাজী, ইব্রাহিম মোল্লা, বাবু গাজী, বাপ্পি, রানা, ফুলমিয়া সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী বৃন্দ।
উল্লেখ্য, সভায় বক্তৃতারা নেতা কর্মীদেরকে নিজেদের মধ্যে ঐক্য ও সাংগঠনিক কাঠামো মজবুত করার প্রতি গুরুত্ব আরোপ করেন। এছাড়াও ১৭ মে খুলনায় তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষে সকলকে উদ্বুদ্ধ করেন।