সারাদেশ

পাইকগাছা উপজেলা ও পৌরসভা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন

এম জালাল উদ্দীন:পাইকগাছা

পাইকগাছা উপজেলা ও পৌরসভা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়েছে। ১৪ মার্চ শুক্রবার খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু ও সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট মোমরেজুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে আংশিক কমিটি ঘোষণা করা হয়। উপজেলা বিএনপির সাবেক সভাপতি ডাঃ আব্দুল মজিদ কে আহবায়ক ও সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক কে সদস্য সচিব করে ১৩ সদস্যের উপজেলা কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন ১ নং যুগ্ম আহবায়ক তৌহিদুজ্জামান মুকুল, যুগ্ম আহবায়ক আবুল হোসেন, কাজী সাজ্জাদ আহমেদ মানিক, সম্মানিত সদস্য এসএম এমদাদুল ইসলাম, সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন ডাবলু, আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জিএম আব্দুস সাত্তার, বেনজির আহমেদ লাল, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, আবু তালেব ও এডভোকেট একরামুল হক বিশ্বাস।
অপরদিকে উপজেলা বিএনপির সাবেক সাবেক সিনিয়র সহ সভাপতি আসলাম পারভেজ কে আহবায়ক এবং সাবেক পৌর আহবায়ক সেলিম রেজা লাকি কে ১ নং যুগ্ম আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট পৌরসভা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন যুগ্ম আহবায়ক সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ, সাবেক পৌর সদস্য সচিব মোস্তফা মোড়ল ও এসএম মোহর আলী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং