পাবনা-৩ আসনে লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি জানালেন স্বতন্ত্র প্রার্থী
সাব্বির আহমেদ, স্টাফ রিপোর্টার (পাবনা)
পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম প্রশাসনের নিরপেক্ষতা ও লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি জানিয়েছেন। কিন্তু সেটা তিনি পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১১টায় স্বতন্ত্র প্রার্থী তাঁর চাটমোহরস্থ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি ও অভিযোগ করেন।
কে এম আনোয়ারুল ইসলাম বলেন,“আমাদের বারবার বলা হচ্ছে ভোটারদের দায়িত্ব প্রশাসনের। ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে বাড়ি ফিরবেন। নিরপেক্ষ ও লেভেল প্লেয়িং যে ফিল্ড আশা করেছিলাম,তা পাচ্ছিনা। আমার কর্মী-সমর্থকদের নির্বাচনে বাধা দেওয়া হচ্ছে। আমার প্রচার মাইক ভেঙে ফেলা হচ্ছে,মারধর করা হচ্ছে। আমারা দরখাস্ত দিচ্ছি,অভিযোগ করছি। কিন্তু কাজের কোন সাড়া পাচ্ছিনা। আমি অভিযোগ করে ক্লান্ত,আর অভিযোগ করতে চাইনা।
বিএনপির সাবেক এই এমপি বলেন,“স্বতন্ত্র প্রার্থীকে নির্বাচন করতে দেওয়া হবেনা বলে প্রতিপক্ষ ঘোষনা করছে। আমার কর্মী-সমর্থকরা নিরীহ,তারা কোন গন্ডগোলে নাই। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কথায় আশান্বিত হচ্ছি,কিন্তু বাস্তবতা ভিন্ন। আমরা এখন পর্যন্ত আশা করছি,সঠিক ভোট হবে,ভালো ভোট হবে,ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন।
স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল ইসলাম বলেন,‘আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন সবখানে আছে,তারা সব দেখছে,শুনছে। কিন্তু তারা কোন পদক্ষেপ নিচ্ছেনা। একটি দলের ইচ্ছা তারা রপ্ত করে যাচ্ছে। আমি এর প্রতিকার চাই।
সংবাদ সম্মেলনে চাটমোহরের সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাসাদুল ইসলাম হীরা বলেন,“বহিরাগত একজন প্রার্থী এখানে এসে অরাজকতা সৃষ্টি করছে। আমাদের ঘোড়া মার্কার প্রতীকের প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে,মারধর করা হচ্ছে,মাইক ভাঙ্চুর করা হচ্ছে। একর পর এক দূর্ঘটনা ঘটে যাচ্ছে। কিন্তু প্রশাসনের কোন দৃশ্যমান পদক্ষেপ আমরা দেখি নাই। তিনি চাটমোহর,ভাঙ্গুড়া ও ফরিদপুরবাসীর উদ্দেশ্যে বলেন,“একজন বহিরাগত সন্ত্রাসী যে কর্মকান্ড চালাচ্ছে,সেই বহিরাগতকে আপনারা প্রতিহত করুন,আপনারা বয়কট করুন,আপনারা ঘোড়া মার্কা প্রতীকে ভোট দিয়ে এই বহিরাগত সন্ত্রাসীদের বয়কট করুন। বহিরাগত সন্ত্রাসীরা যদি নির্বাচিত হয়,তাহলে চাটমোহর,ভাঙ্গুড়া ও ফরিদপুর মানুষের ভাগ্যে আরো কঠিণতর সময় অপেক্ষা করছে। আসুন আমরা একতাবদ্ধভাবে ঘোড়া মার্কা প্রতীকে ভোট দিয়ে এলাকার মানুষের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করি।” তিনিও নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি জানান।




