ফেনীর ছাগলনাইয়া নবজাগরণ সামাজিক সংগঠনের অভিষেক।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
মানবতার পাশে প্রতিক্ষণ এই স্লোগান ধারণ করে সামাজিক সংগঠন নবজাগরণ এর অভিষেক অনুষ্ঠিত হয়েছে।শনিবার ছাগলনাইয়া বাজারের সিএফসি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা মাওলানা মঞ্জুর মাওলা,মাওলানা রিয়াজ উদ্দিন সত্যনগরী,হেলাল উদ্দিন মজুমদার মনিরুল আলম সজিব,নয়ন মাহমুদ,বোরহান উদ্দিন আলাউদ্দিন মিয়াজী প্রমূখ।নবগঠিত কমিটির সদস্যরা হলেন-সবুজ আহমেদ-সভাপতি,সহ-সভাপতি, এম এইছ সৈকত জোবান,নুরুল আলম,দিদার,জামশেদ আলম মিয়াজী-সাধারন সম্পাদক,সহ সাধারণ-তানিম ফারাজী সহ সাধারণ সম্পাদক,হাসিব রহসান,মোহাম্মাদ হাসান রহমান-সাংগঠনিক সম্পাদক,সহ সাংগঠনিক কামরুল ইসলাম,সহ সাংগঠনিক-মিনহাজুল ইসলাম,মোহাম্মাদ সরোয়ার হোসেন আরিফ-প্রচার সম্পাদক,মোঃ হাসান প্রকাশনা সম্পাদক,মোঃশারাফাত ভূইয়া-অর্থ সম্পাদক,আতহার উল্লাহ তাহের-সহ অর্থ সম্পাদক,ওমর পাটোয়ারী দপ্তর সম্পাদক,মোহাম্মাদ আরমান-সমাজ কল্যান বিষয়ক,মোঃ ইয়ুসুফ-শিক্ষা বিষয়ক,হাফেজ আব্দুর রহিম-ধর্ম বিষয়ক,শায়ের মাহসুদুল হাসান,সাহিত্য সংস্কৃতি,মোঃ মাহফুজ:স্বাস্থ্য বিষয়ক সম্পাদক,মেহেরাজ রহমান ক্রীড়া বিষয়ক সম্পাদক,মেহেদী রণী আইন বিষয়ক,ফজলুল করিম দিদার-ছাত্র কল্যাণ বিষয়ক-জহিরুল ইসলাম মাঘদুখী প্রবাসী বিষয়াক সম্পাদক,মেহেদী হাসান,বন-পরিবেশ,মোহাম্মদ শান্ত-জলবায়ু বিষয়ক,সদস্য-সিসাতুল আবেদীন মোঃ আলী হোসাইন মোঃরাকিকুল ইসলাম অর্জুন,আহাদ,আফনান,সুবাদ,আয়াতুল,আব্দুল আহাদ আরমান,হাফেজ মাঈন উদ্দিন।