ফেনীর সোনাগাজীতে ৩ জন কিশোর গ্যাং সদস্য গ্রেফতার চাকু,ব্লেড উদ্ধার।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
সোনাগাজী মডেল থানা পুলিশ রাতে অভিযান পরিচালনা করে সোনাগাজী থানাধীন ওলামা বাজার এলাকা হইতে ছুরি ও ব্লেড সহ ০৩ জন কিশোর গ্যাং এর সদস্যকে গ্রেফতার করে।তাদের বিরুদ্ধে চুরি,ছিনতাই ইভটিজিং সহ নানা অপরাধ মূলক কর্মকান্ডে জড়িত থাকার জনশ্রুতি রয়েছে।আইনের সহিত সংঘাতে জড়িত শিশুগণ(কিশোর গ্যাং এর সদস্যগণ) হলো১।মোঃ শুক্কুর(১৬),পিতা-মৃত:মোঃ হানিফ,মাতা-রাজিয়া বেগম, সাং-চর সাহাভিকারী (মোহাম্মদ আলী মুন্সী বাড়ী),২। মোঃ হাছান(১৬),পিতা-ইসমাইল হোসেন,মাতা-সবুরা খাতুন,সাং-চর সাহাভিকারী(মোহাম্মদ আলী মুন্সী বাড়ী), ৩।জাবেদ হোসেন পাভেল(১৫),পিতা-জাকির হোসেন, মাতা-রুমা আক্তার,সাং-চর সাহাভিকারী(অলি আহাম্মদের নতুন বাড়ী),জমাদার বাজার,০৫নং চর দরবেশ ইউপি,থানা-সোনাগাজী,জেলা-ফেনী। পরবর্তীতে তাদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।উল্লেখ্য,ফেনী জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান,দিক নির্দেশনা অনুযায়ী সোনাগাজী সার্কেলের সহকারী পুলিশ সুপার তাসলিম হুসাইন সার্বিক তত্ত্বাবধানে,সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ বায়েজীদ আকন এর নেতৃত্বে এস আই (নিঃ)মোহাম্মদ গোলাম হক্কানী এএস আই রিপন কিশোর অপরাধ দমনের জন্য অভিযান পরিচালনা করেন।