বরিশাল প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ববি প্রেস ক্লাবের ফুলেল শুভেচ্ছা
ববি প্রতিনিধি:
বরিশাল প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের (ববিপ্রেক) নেতৃবৃন্দ।এসময় বরিশাল প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে বই উপহার ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মঙ্গলবার (৮ জানুয়ারি,২০২৫) বরিশাল প্রেসক্লাবের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জানান তাঁরা।
সাক্ষাৎকালে বরিশাল প্রেস ক্লাবের নির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম খসরু এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এসময় তারা বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের স্বচ্ছ লেখনীর প্রয়াস কে স্বাগত জানান। তাঁরা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সাথে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সংবাদকর্মীদের পেশাগত উন্নয়নে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
ফুলেল শুভেচ্ছাকালে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, যুগ্ম সাধারণ তানজিদ শাহ জালাল ইমন, সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুর রহমান, কোষাধ্যক্ষ আরিফ হোসাইন ও কার্যনির্বাহী সদস্য আবু উবাইদা সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। তারা নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানান এবং প্রেসক্লাবের দায়িত্ব পালনে তাঁদের সাফল্য কামনা করেন।
বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন জানান, বরিশাল প্রেসক্লাব একটি ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন।আমরা জেনেছি তাঁরা সবসময় সাংবাদিকতায় পেশাগত দায়িত্ব পালন এবং সাংবাদিক সুরক্ষায় কাজ করে যাচ্ছে।আমরা বিশ্বাস করি, ববি প্রেস ক্লাব ও বরিশাল প্রেসক্লাবের ভবিষ্যতে পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে একসঙ্গে কাজ করে যাবে।