সারাদেশ

ভূল্লীতে অস্বাস্হ্যকর খাবার হোটেলকে ৬ হাজার টাকা জরিমানা

বেলাল হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
 ঠাকুরগাঁও ভূল্লীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে তিন খাবার হোটেলকে ৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার বিকাল ৪টার দিকে ভূল্লী বাজারের বিভিন্ন হোটেলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আল্লাহর দান ভাতের হোটেলে ২ হাজার, নিউ সোনার বাংলা হোটেল ২ হাজার, মৌচাক হোটেল এন্ড রেস্টুরেন্টকে ২ হাজার টাকা ঠাকুরগাঁও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসনা হেনা লাবনী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এ জরিমানা করেন।
ঠাকুরগাঁও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসনা হেনা লাবনী বলেন, নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে ভূল্লী বাজারের হোটেলগুলোতে অভিযান চালানো হয়। তিনটি হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করার বিষয়টি দেখতে পেয়ে জরিমানা করি।
তিনি আরও বলেন, একইসঙ্গে হোটেলগুলোকে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রেখে খাবার তৈরি ও পরিবেশনের বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে। এক মাস পর আবারও এই হোটেলগুলো পরিদর্শন করা হবে। যেসব নির্দেশনা দেওয়া হয়েছিল সেগুলো বাস্তবায়ন না হলে আবারও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,