মাদার্শা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
হাটহাজারী প্রতিনিধি: উত্তর চট্টলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাদার্শা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব দীপাল চন্দ্র শীলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সভাপতি, চট্টগ্রাম মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ও সাবেক বিভাগীয় প্রধান (হৃদরোগ বিভাগ) এবং চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল টেকনোলজি অনুষদের ডীন জনাব ডা. মোহাম্মদ ইব্রাহীম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য জনাব নুরুল আলম মফিজ। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ জনাব আলতাফ হোসেন চৌধুরী। প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে সুস্থ দেহ ও সুস্থ মনের অধিকারী হওয়ার পরামর্শ দেন। তিনি নৈতিক গুণাবলিতে সমৃদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার উপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতে এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলাধুলায় অবদান রাখবে—এ প্রত্যাশা ব্যক্ত করে তাদের উৎসাহিত করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের স্কাউট শিক্ষক জনাব কামাল হোসেনের নেতৃত্বে মাদার্শা বহুমুখী উচ্চ বিদ্যালয় স্কাউট দল প্রধান অতিথিকে স্কাউট সম্মাননা প্রদান করে। ক্রীড়া প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের বিপিএড শিক্ষক জনাব জমির উদ্দীন চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনায় দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব ফয়েজ উল্লাহ শাহ।





