সারাদেশ

মানিকগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন: বন্ধের দাবীতে জেলা প্রশাসকের নিকট এলাকাবাসীর অভিযোগ 

আসাদ, মানিকগঞ্জ
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় যমুনা নদী থেকে অবৈধ ড্রেজার দিয়ে চলছে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবীতে জেলা প্রশাসকের বরাবর লিখিত অভিযোগ দায়ের করে এলাকাবাসী।
অভিযোগ সূত্রে জানা যায়,উপজেলার
আলোকদিয়া এলাকায় মেসার্স তাকবীর এন্টারপ্রাইজের মালিক মানিকগঞ্জ জেলা শাখার স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো: আবুল বাসারের নেতৃত্বে অবৈধ ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এসব বালু বাল্কহেডে করে দেশের বিভিন্ন এলাকায় চলে যাচ্ছে। যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে যমুনারপাড়ের ফসলি জমি,বাড়িঘরসহ বিভিন্ন প্রতিষ্ঠান ভাঙনসহ নদীতে অসংখ্য বৈদ্যুতিক খুটি (তারখাম্বা নামে পরিচিত) জাতীয় গ্রীডের বিদ্যুৎ সঞ্চালন লাইন হুমকিতে পড়েছে।
 উপজেলার তেওতা ইউনিয়নের ভাঙন কবলিত এলাকা। প্রতিবছরই নদী ভাঙনের ফলে এসব এলাকার ফসলি জমি, বসতবাড়িসহ বিভিন্ন সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান নদীতে বিলীন হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড থেকে ভাঙন ঠেকাতে প্রতিবছরই বালুভর্তি জিও ব্যাগ ফেলা হয়। অবৈধভাবে ড্রেজার দিয়ে এভাবে বালু উত্তোলনের ফলে ভাঙন আরও ত্বরান্বিত হবে।
এ বিষয়ে আলোকদিয়া এলাবাসীর পক্ষে আবেদনকারী মো: জামাল হোসেন বলেন, এমনিতেই প্রতিবছর নদীতে ভাঙ্গে। অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারণে ভাঙন আরও বৃদ্ধি পাবে। আমাদের নদী পাড়ের মানুষের যে কি কষ্ট তা তো ড্রেজারওয়ালারা বুঝবে না। আমরা বাধ্য হয়ে জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছি।
 এ বিষয়ে মেসার্স তাকবীর এন্টারপ্রাইজের মালিক মানিকগঞ্জ জেলা শাখার স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো: আবুল বাসারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং